ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘ভালো বন্ধু’ এরদোয়ানকে অভিনন্দন পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মে ২৯, ২০২৩
‘ভালো বন্ধু’ এরদোয়ানকে অভিনন্দন পুতিনের

টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

একইসঙ্গে রাশিয়া ও তুরস্কের সম্পর্ক জোরদারে ‘ব্যক্তিগত অবদানের’ জন্য এরদোয়ানকে ধন্যবাদ জানান পুতিন।

এক শুভেচ্ছা বার্তায় পুতিন লেখেন, ‘নির্বাচনে বিজয় তুর্কি প্রজাতন্ত্রের প্রধান হিসেবে আপনার নিঃস্বার্থ কাজের একটি স্বাভাবিক ফল। এই জয় রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে শক্তিশালী করা ও স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনার জন্য তুরস্কের জনগণের সমর্থনের স্পষ্ট প্রমাণ। ’

তুরস্কে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং দুটি উল্লেখযোগ্য যৌথ প্রকল্প হিসেবে একটি নতুন গ্যাস হাব তৈরির কথা উল্লেখ করে পুতিন বলেন, ‘বন্ধুত্বপূর্ণ রাশিয়া-তুরস্ক সম্পর্ক শক্তিশালীকরণ এবং পারস্পরিক সহযোগিতার জন্য আমরা আপনার ব্যক্তিগত অবদানে অত্যন্ত প্রশংসা করি। ’

সবশেষে পুতিন বলেন, আমি হৃদয় থেকে আপনার নতুন সাফল্য কামনা করছি... সেইসঙ্গে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি।

সূত্র- আরটি

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।