ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪২, অক্টোবর ১০, ২০২৫
ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ভূমিকম্পের পর বাসা-বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসে লোকজন। ছবি: সংগৃহীত

দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৫।

ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি হয়েছে।

ম্যানিলা টাইমস বলছে, শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ৪৩ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় দাভাও অরিয়েন্টাল প্রদেশের ম্যানয় শহরের কাছে।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ-ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সমতলের ৫২ কিলোমিটার গভীরে ছিল। আর ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট (ফিভলক্স) বলছে, রিখটার স্কেলে এটির প্রাথমিক মাত্রা মাপা হয়েছিল ৭ দশমিক ৬।

বিবিসি জানায়, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে লোকজন, বাসাবাড়ি, অফিস-আদালত, রেস্তোরাঁ, এমনকি হাসপাতাল ছেড়ে বেরিয়ে আসে।

ভূমিকম্পে এরই মধ্যে দাভাও অরিয়েন্টাল অঞ্চলের কিছু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  

ওই অঞ্চলের গভর্নর এদ্বিন জুবাহিব জানান, ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে লোকজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকে।

ফিলিপাইনের ভূমিকম্প বিষয়ক সংস্থা বলছে, সেখানে বিধ্বংসী সুনামি আঘাত করতে পারে, এর ঢেউয়ের উচ্চতা প্রাণনাশের হুমকিমূলকও হতে পারে।

সংস্থাটি বলছে, স্থানীয় সময় সকাল ১১টা ৪৩ মিনিট নাগাদ সুনামির প্রথম ঢেউ আছড়ে পড়তে পারে এবং ঘণ্টা ধরে এটি অব্যাহত থাকতে পারে।

আশঙ্কা করা হচ্ছে যে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিক জোয়ারের স্তর থেকে এক মিটারেরও বেশি উঁচুতে ঠেকবে, এবং সংকীর্ণ উপসাগর ও প্রণালীগুলোতে আরও বেশি উচ্চতায় পৌঁছাতে পারে।

এদিকে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ফিলিপাইনের কিছু উপকূলে সুনামির ঢেউ স্বাভাবিক জোয়ারের স্তর থেকে সর্বোচ্চ ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত উঁচু হতে পারে।

প্রশান্ত মহাসাগর লাগোয়া দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া ও পালাউয়ের কিছু উপকূলেও সুনামির ঢেউ স্বাভাবিক জোয়ারের স্তর থেকে প্রায় এক মিটার পর্যন্ত উঁচু হতে পারে বলে জানানো হয়েছে।

এজন্য ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি ও পাপুয়া অঞ্চলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে, যা ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।

ফিভলক্স উপকূলীয় এলাকায় বসবাসরত বাসিন্দাদের অবিলম্বে নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে নৌযান মালিকদেরও তাদের নৌকা নিরাপদে বেঁধে রাখতে এবং জলসীমা থেকে দূরে সরিয়ে নিতে পরামর্শ দিয়েছে।

এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।