ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তুরস্কে মৃত পরিযায়ী পাখি নিয়ে তোলপাড়!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, মে ১৭, ২০১২
তুরস্কে মৃত পরিযায়ী পাখি নিয়ে তোলপাড়!

ঢাকা : দক্ষিণ-পূর্ব তুরস্কে একটি মৃত পরিযায়ী পাখি নিয়ে হৈ চৈ পড়ে গেছে। মৃত পাখিটির পায়ে ‘ইসরায়েল’ নামাঙ্কিত রিং পরানো দেখে গাজিয়ান্তেপ শহরের একটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গোয়েন্দা নজরদারি করতে ইসরায়েল এ পাখি পাঠিয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে প্রশাসন একে নিরাপদ বলে ঘোষণা দেওয়ার পর ভীতি কেটে গেছে গ্রামবাসীর।

মৌমাছিভূক ইউরোপীয় পাখিটির নাসারন্ধ্র অস্বাভাবিক রকম প্রসারিত দেখে অনেকে সন্দেহ করে এতে মাইক্রোচিপ বসানো হয়েছে। এরপর গ্রামাবাসী পুলিশে খবর দেয়। তবে সরকারের বিশেজ্ঞরা পরীক্ষা করার পর সেটিকে নিরাপদ বলে ঘোষণা দিয়েছে।

তারা জানিয়েছে, পরিযায়ী পাখিদের গতিবিধি নজরে রাখার জন্য এ পদ্ধতির ব্যবহার খুব সাধারণ ব্যাপার। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েলের সঙ্গে তুরস্কের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। এর ফলে দেশ দু’টির মধ্যে চরম আস্থাহীনতা ও সন্দেহপ্রবণতা প্রবল হয়েছে।

দু’বছর আগে গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি নৌ বাহিনীর গুলিতে তুরস্কের ৯ জন ত্রাণকর্মী নিহত হয়। এরপর থেকেই ইসরায়েল-তুরস্ক সম্পর্কের চরম অবনতি ঘটে।

এর প্রেক্ষিতে তুরস্কের ভূখণ্ডে পাওয়া মৃত পাখিটির পায়ের ধাতব রিংয়ে ইসরায়েল লেখা থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মে ১৭, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।