ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে স্বর্ণের চাহিদায় রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, মে ১৭, ২০১২
চীনে স্বর্ণের চাহিদায় রেকর্ড

ঢাকা : সারা বিশ্বে স্বর্ণের চাহিদা কমলেও চলতি বছরে চীনে এর চাহিদা বেড়েছে রেকর্ড পরিমাণ।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনে স্বর্ণের মোট চাহিদার পরিমাণ দাঁড়িয়েছে ২শ’ ৫৫ দশমিক ২ টন।



চীনে মুদ্রাস্ফীতি এবং সম্পত্তি বেচাকেনায় বিধিনিষেধ আরোপের কারণে সোনার চাহিদা রেকর্ড পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে ডব্লিউজিসি। এছাড়া, চীনের নতুন চান্দ্র বছরের ছুটিতে স্বর্ণ বা স্বর্ণালঙ্কারের চাহিদা এমনিতেই বাড়ে।

বিপরীত পক্ষে, একই সময়ে সারা বিশ্বে স্বর্ণের চাহিদা ৫ শতাংশ কমে নেমে গেছে এক হাজার ৬শ’ ৯০ দশমিক ৫৭ টনে। বিশ্ব বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণেই চাহিদা কমেছে বলে উল্লেখ করেছে ডব্লিউজিসি।

চলতি বছরের প্রথম প্রান্তিকে স্বর্ণের গড় মূল্য ছিল প্রতি আউন্স এক হাজার ৬শ’ ৯০ দশমিক ৫৭ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এ মূল্য ২২ শতাংশ বেশি।

এদিকে ঐতিহ্যগতভাবে বিশ্বের সবচে গুরুত্বপূর্ণ স্বর্ণের বাজার ভারতেও স্বর্ণের চাহিদা কমেছে ব্যাপকভাবে। স্বর্ণের আমদানি শুল্ক বৃদ্ধি এবং স্বর্ণালঙ্কারের ওপর নতুন করে আবগারি শুল্ক আরোপের কারণে ভারতে এর চাহিদা কমেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

অবশ্য স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে শেষ পর্যন্ত অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করেছে ভারত সরকার।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ১৭, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।