ঢাকা : ব্রাজিলে সামরিক সরকারের সময়ে ক্ষমতার অপব্যবহার এবং আইনের অপপ্রয়োগ তদন্তে যাত্রা শুরু করল ট্রুথ কমিশন।
গত বুধবার রাজধানী ব্রাসিলিয়ায় কমিশনের উদ্বোধন করেন প্রেসিডেন্ট দিলমা রৌসেফ।
১৯৪৬ থেকে ১৯৮৮ সালের মধ্যবর্তী সময়ে ব্রাজিলে সংঘটিত আইনের অপপ্রয়োগজনিত সব ঘটনা পুনরায় পর্যালোচনা করবে এই কমিশন। তবে সামরিক শাসনকালের সাধারণ ক্ষমার আওতায় পড়া কোনো ঘটনার বিচার হবে না।
এদিকে এ কমিশনের তীব্র সমালোচনা করেছে বেশ ক’জন সাবেক সামরিক কর্মকর্তা এবং সাধারণ ক্ষমার ফলে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া ব্যক্তিদের আত্মীয়-স্বজনরা।
পাশাপাশি মতাদর্শিক ‘পক্ষপাতদুষ্ট’ এ কমিশন গঠনের মাধ্যমে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন সামরিক কর্মকর্তাদের অনেকে।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মে ১৭, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর