ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পরিবেশমন্ত্রীকে বরখাস্ত করলেন মেরকেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, মে ১৭, ২০১২
পরিবেশমন্ত্রীকে বরখাস্ত করলেন মেরকেল

ঢাকা: পরিবেশমন্ত্রী নোরবার্ট রটজেনকে বরখাস্ত করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। গত বুধবার বিকেলে বার্লিনে অঘোষিত এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি।

সেই সঙ্গে পার্লামেন্টের চিফ হুইপ পিটার আলমিয়ারকে নোরবার্টের স্থলাভিষিক্ত করারও ঘোষণা দিয়েছেন তিনি।

গত রোববার অনুষ্ঠিত আঞ্চলিক নির্বাচনে পরিবশেমন্ত্রী নোরবার্টের শোচনীয় পরাজয় ঘটে। ধারণা করা হচ্ছে, একারণেই চ্যান্সেলর তাকে সরকার থেকে সরিয়ে দিলেন। অপরপক্ষে চিফ হুইপ পিটারকে মেরকেলের ঘনিষ্ঠজন বলে মনে করা হয়।

জার্মানির সবচে ঘনবসতিপূর্ণ অঞ্চল নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার নির্বাচনে মেরকেলের নেতৃত্বাধীন খ্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টির নাটকীয় পরাজয় ঘটে। আর সেখানে প্রার্থী ছিলেন নোরবার্ট (৪৬)। আর এ পরাজয়ের জন্য তাকেই দোষারোপ করছে দল।

জার্মানির রাজনীতিতে নোরবার্ট আঙ্গেলা মেরকেলের একজন নির্ভরযোগ্য সহকর্মী ছিলেন। তাকে ভবিষ্যৎ চ্যান্সেলর ভাবা হতো। তবে উচ্চাকাঙ্ক্ষা তার অনেক শত্রু  তৈরি করেছিল এবং শেষ পর্যন্ত সেটাই কাল হলে দাঁড়ালো বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মে ১৭, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।