ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘বলকানের কসাই’ রাতকো ম্লাদিচের বিচার স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, মে ১৭, ২০১২
‘বলকানের কসাই’ রাতকো ম্লাদিচের বিচার স্থগিত

ঢাকা: বলকানের কসাই হিসেবে খ্যাত সাবেক বসনীয় সার্ব জেনারেল রাতকো ম্লাদিচের বিচার কাজ স্থগিত করেছে আন্তর্জাতিক আদালত।   মাত্র একদিন আগেই বুধবার হল্যান্ডের দ্য হেগ শহরে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ আদালতে রাতকো ম্লাদিচের বিচারের কার্যক্রম শুরু হয়।



৯০’র দশকে ইউগোস্লাভিয়ার গৃহযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে গঠিত হয় এই যুদ্ধপরাধ আদালত। বুধবার প্রথমবারের এই আদালতে উপস্থিত করা হয় রাতকো ম্লাদিচকে।

বৃহস্পতিবার শুনানির দ্বিতীয় দিনে আদালতের প্রধান বিচারক আলফোনস ওরি মামলার শুনানি অনির্দিষ্ট কালের জন্য স্থগিতের ঘোষণা দেন। শুনানি স্থগিতের কারণ হিসেবে আদালত কৌসুলিদের ভুলকে উল্লেখ করেন। তবে উরি বলেন বিচারকরা এখনও কৌসূলিদের ভুলের মাত্রা ও এর প্রতিক্রিয়া পর্যালোচনা করছেন। মামলা শুরুর নতুন দিন খুব দ্রুত ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

সংবাদমাধ্যম জানায় কৌসূলিরাও তাদের ভুল স্বীকার করেন এবং মামলার শুনানি স্থগিতের ব্যাপারে তাদের তরফে কোনো আপত্তি নেই বলে জানান। শুনানি শুরুর পূর্বে ম্লাদিচের আইনজীবিরা মামলার কার্যক্রম ছয়মাস পেছানোর আবেদন জানিয়েছিলেন, কিন্তু তাদের সেই আবেদন প্রত্যাখ্যান করে আদালত।

ম্লাদিচের বিরুদ্ধে উপস্থাপিত অভিযোগপত্রে কৌসূলিরা সেব্রেনিৎসা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টির ওপর আলোকপাত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে নৃশংস গণহত্যা সংঘটিত হয় বসনিয়ার সেব্রেনিৎসা শহরে।

রাতকো ম্লাদিচের নেতৃত্বাধীন সার্ব সেনারা ১৯৯৫ সালে সেব্রেনিৎসা শহরে প্রায় ৮ হাজার বসনীয় মুসলিমকে ঠাণ্ডা মাথায় হত্যা করে। নিহতদের সবাই ছিলেন পুরুষ ও বালক। তার বিরুদ্ধে বসনিয়ার রাজধানী সারায়েভো নগরী অবরোধের সময় ১০হাজার বেসামরিক বসনীয় নারী পুরুষকে হত্যা সহ মোট ১১ টি অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়:১৮১৭ ঘণ্টা, মে ১৭, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।