ঢাকা: মেক্সিকো সেনাবাহিনীর দুই শীর্ষ কমকর্তাকে সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছে।
তবে তারা উভয়ই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
আটক দুই কর্মকর্তার মধ্যে একজন সেনাবাহিনীতে বর্তমানে জেনারেল হিসেবে কর্মরত আছেন এবং অপরজন সেনাবাহিনীতে জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে অবসরে গেছেন।
অবসরপ্রাপ্ত জেনারেল টমাস অ্যানগেলেস এবং জেনারেল রবার্তো দায়েকে এখন সংঘবদ্ধ মাদক অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেনারেল টমাস অ্যানগেলেস অবসর গ্রহণের পর মেক্সিকোর সহকারী প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
মেক্সিকোতে চলমান মাদক চক্র নির্মূল অভিযানে প্রধান ভূমিকা পালন করছে সেনাবাহিনী। মেক্সিকোতে মাদকচক্রগুলোর সংঘবদ্ধ অপরাধ বেড়ে গেলে ২০০৬ সালে মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট ফেলিপ ক্যালদেরন মাদক চক্র নির্মূল অভিযান শুরু করেন। ২০০৬ সালের পর থেকে এখন পর্যন্ত মেক্সিকোতে মাদকসংশ্লিষ্ট সহিংসতায় প্রায় ৫০ হাজার মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়।
সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর জেনারেল অ্যানগেলেজ ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত সহকারী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অপরদিকে জেনারেল গনজালেজ মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় কোলিমা প্রদেশে নিয়োজিত সেনাবাহিনীর বিশেষ ইউনিটের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি এই প্রদেশের একটি সেনা ঘাঁটির দায়িত্বে আছেন।
মেক্সিকোর অ্যার্টনি জেনারেল অফিসের একজন মুখপাত্র জানিয়েছেন, এই দুই ব্যক্তিকে এখন মেক্সিকোর সংঘবদ্ধ অপরাধ বিরোধী বিশেষ ইউনিটের সদস্যরা জিজ্ঞাসাবাদ করছে।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ১৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর