ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লির রাস্তায় বৃহস্পতিবার চার মোটরসাইকেল আরোহীর আক্রমণের শিকার হয়েছেন তিন বিচারক। এতে এক বিচারক ও তাদের বহনকারী গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
আহত বিচারকের নাম অজয় গার্গ। তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছে।
বিচারক অজয় গার্গের সঙ্গে একই গাড়িতে আরো দু’জন বিচারক ছিলেন বলে জানা গেছে। তবে ওই দু’জন অক্ষত রয়েছেন।
তিন বিচারকই সাকেত জেলা আদালতে মহানগর হাকিম হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দক্ষিণ দিল্লির একটি রাস্তায় বিচারকদের গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের আরোহীরা ক্রুদ্ধ হয়ে বিচারক অজয় গার্গ ও গাড়িচালককে পাথর দিয়ে আঘাত করে।
লোকজন এগিয়ে এলে আক্রমণকারীরা মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মে ১৭, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর