ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, মে ১৮, ২০১২
ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু

ঢাকা: ভিয়েতনামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩৪ জন মারা গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। শুক্রবার সকালের দিকে যাত্রীবাহী একটি বাস ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় সেরেপোক নদীর ওপর অবস্থিত সেতুর রেলিং ভেঙ্গে নিচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আরও ২১ যাত্রী আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বাসটি ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় ডাক লাক প্রদেশের বোউ মা থোট থেকে দক্ষিণাঞ্চলীয় নগরী হো চি মিনের উদ্দেশ্যে যাচ্ছিলো। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডাক লাক শহরের জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ওয়াই বিউ আরু বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বাসের চালক সহ ৩২ আরোহী মারা যান। আহত ২১ যাত্রীর মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।
   
ভিয়েতনামে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের মধ্যে অন্যতম। গড়ে প্রতিদিন দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩৩ জন অপমৃত্যুর শিকার হন বলে এক পরিসংখ্যানে জানা যায়।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, মে ১৮, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।