ঢাকা : অবশেষে পুঁজিবাজারে আসতে যাওয়া জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের শেয়ারের অভিহিত মূল্য চূড়ান্ত করেছে। শেয়ার বাজারে আসতে যাওয়া তাদের প্রত্যেকটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮ ডলার বা ২৪ ইউরোতে।
বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক এই সামাজিক যোগাযোগ মাধ্যম আনুষ্ঠানিকভাবে তাদের শেয়ারের ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও’র অভিহিত মূল্য নির্ধারণ করে। শুক্রবার থেকে ফেসবুক নিউইয়র্ক শেয়ার বাজারে তাদের শেয়ার কেনাবেচার কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
চলতি সপ্তাহের প্রথম দিকে প্রতিষ্ঠানটি ধারণা দিয়েছিলো তাদের প্রত্যেক শেয়ারের মূল্য ৩৪ থেকে ৩৮ ডলারের মধ্যে নির্ধারণ করা হবে। এছাড়া তারা বাজারে ৪২ কোটি ১০ লাখ শেয়ার ছাড়ারও ঘোষণা দেয় তখন।
ফেসবুকের ঘোষিত এই আইপিও মূল্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। আইপিও’র এই মূল্য নির্ধারণের মাধ্যমে আট বছর বয়সী সামাজিক যোগাযোগ প্রতিষ্ঠানটির পুজিঁবাজারে মোট মূল্যমান দাড়াঁলো ১০ হাজার ৪’শ কোটি ডলার বা ৬ হাজার ৬’শ কোটি ইউরোতে।
বাজারে আসার খবরে ইতিমধ্যেই ফেসবুকের শেয়ারের ব্যাপারে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। চাহিদা বাড়তে থাকায় ইতিমধ্যেই বাজারে আরো অতিরিক্ত ২৫ শতাংশ শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
তবে ফেসবুকের এই মূল্য নির্ধারণের পদক্ষেপে বাজার বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এত উচ্চ মূল্যে এত বিপুল পরিমান শেয়ার বাজারে ছাড়ার পর ফেসবুক প্রত্যাশিত মুনাফা করতে পারবে কি না এখন সেটিই হয়ে দাড়িয়েছে বড় প্রশ্ন।
বাংলাদেশ সময়:১১২৪ ঘণ্টা, মে ১৮, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর