ঢাকা : সিরিয়ার বিরোধীদের প্রধান জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) প্রধান বুরহান ঘালিউন পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। পরিষদের কার্যক্রম নিয়ে ক্রমবর্ধমান সমালোচনা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন।
বুরহান গত মঙ্গলবার এসএনসি’র প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হন। এখন বিকল্প কাউকে পাওয়া গেলেই এ পদ থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিলেন তিনি।
বুরহানের পদত্যাগের কারণ হিসেবে বিরোধীদের একটি গ্রুপ বলেছে, তার এসএনসি ছেড়ে যাওয়ার কারণ হলো অব্যাহত ‘ভুল’ এবং ‘মতানৈক্য’।
সিরিয়াতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী গ্রুপগুলোর কয়েকটির সমন্বয়ে গত বছর এসএনসি গঠিত হয়। বিচ্ছিন্নভাবে আন্দোলন করা বিরোধীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ সংগঠন গঠন করা হলেও পরে এতে চরম বিভেদ দেখা দেয়।
পদত্যাগের সিদ্ধান্তের ব্যাপারে বুরহান এক বিবৃতিতে বলেছেন, ‘আমি নিজেকে বিভক্তির মধ্যে রাখতে চাই না। তাই নতুন কাউকে খুঁজে পাওয়ার পরেই আমি পদত্যাগ করব বলে ঘোষণা দিচ্ছি। ’ নতুন প্রধান ঐকমত্যের ভিত্তিতে অথবা নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, প্যারিসভিত্তিক শিক্ষাবিদ বুরহান ঘালিউনের সঙ্গে মুসলিম ব্রাদারহুড়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এসএনসিতেও ব্রাদারহুড়ের প্রভাব সবচে বেশি। বুরহানের বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ রয়েছে।
এদিকে বিরোধী গ্রুপ লোকাল কোঅর্ডিনেশন কমিটি গত বৃহস্পতিবার বুরহান এসএনসির প্রধান হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার প্রসঙ্গে বলেছে, তারা একারণেই নিজেদের এসএনসি থেকে আগেই প্রত্যাহার করেছে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মে ১৮, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর