ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অবশেষে সাদা-কালোর বিভেদ ঘুচল ক্যানসাসে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, মে ১৮, ২০১২
অবশেষে সাদা-কালোর বিভেদ ঘুচল ক্যানসাসে

ঢাকা : শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ বিভেদ জিইয়ে রাখার দায় স্বীকার করে অবশেষে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন ক্যানসাসের গভর্নর স্যাম ব্রাউনব্যাক। ১৯৫৪ সালে মার্কিন সুপ্রিম কোর্টের একটি বিতর্কিত রায়ে সাদা ও কালোদের শিক্ষার্থীদের জন্য সমান কিন্তু পৃথক স্কুলের কথা বলা হয়।

বিতর্কিত সেই রায়ের ৫৮তম বার্ষিকীতে অবশেষে ‘শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের জন্য আলাদা স্কুল অসাংবিধানিক’ এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন রিপাবলিকান এই গভর্নর।

ঘোষণাপত্রে স্বাক্ষর করে গভর্নর ব্রাউনব্যাক বলেন, ক্যানসাবাসী কোনোদিনই কৃষ্ণাঙ্গদের সঙ্গে করা খারাপ আচরণের জন্য সঠিকভাবে ক্ষমা চায়নি।

যুক্তরাষ্ট্রে দাসপ্রথার বিলোপের পরও শতাব্দী জুড়ে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে বিভেদ জিইয়ে রাখা হয়েছিলো। দেশটির আফ্রিকীয় বংশোদ্ভুত নাগরিকরা পদে পদে বঞ্চনার শিকার হতেন শ্বেতাঙ্গ সংখ্যাগুরুদের দ্বারা। অনেক ক্ষেত্রেই রাষ্ট্র নিজেই এই বৈষম্যের পৃষ্ঠপোষকতা করতো। এরই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের এক বিতর্কিত রায়ে ১৯৫৪ সাল থেকে চালু হয় উভয় সম্প্রদায়ের আলাদা আলাদা স্কুল।

প্রকাশ্যে বর্ণ বৈষম্য টিকিয়ে রাখা এই আইনের অমানবিক দিকের জন্য আনুষ্ঠানিক ক্ষমা চেয়ে প্রজ্ঞাপনটিতে বলা হয়, ‘ব্যাপারটি মীমাংসা করে সামনে এগিয়ে যাওয়াটা ক্যানসাসের জনগণের জন্য জরুরী ছিল। ’

গত বছরের নভেম্বরেও রিপাবলিকান দল থেকে নির্বাচিত গভর্নর ব্রাউনব্যাক আর একটি প্রজ্ঞাপনে সই করে ক্যানসাসের আদিবাসীদের কাছে ক্ষমা চান। প্রজ্ঞাপনটিতে ক্যানসাসের আদিবাসী আমেরিকানদের জোরপূর্বক তাদের আবাসস্থল থেকে উচ্ছেদ করা এবং তাদের সঙ্গে যুগ যুগ ধরে চালানো অমানবিক আচরণের জন্য দুঃখ প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মে ১৮, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।