ঢাকা : অর্থনৈতিক মন্দা কবলিত স্পেনের ১৬টি ব্যাংকের ঋণমান কমালো মান নির্ধারক সংস্থা মুডি। একই সঙ্গে স্পেনের ব্যাংকিংখাতে বড় সহায়ক প্রতিষ্ঠান সানতান্দের ইউকে’র ঋণমানও কমিয়েছে সংস্থাটি।
সম্প্রতি ঋণদাতা প্রতিষ্ঠান বাংকিয়ার শেয়ারের দাম আরো ১৪ শতাংশ পড়ে যাওয়ার পর মুডির এ ঘোষণা এল। বাংকিয়ার অবস্থা আগে থেকেই নড়বড়ে ছিল। কিন্তু সম্প্রতি আবারো দাম পড়ে যাওয়ার এর শেয়ারমূল্য অর্ধেকে নেমে গেছে।
স্পেনের সবচে বড় দু’টি ব্যাংক বানকো সানতান্দার এবং বিবিভিএ’র ঋণমান কমে গেছে। এছাড়া ১৭টি ব্যাংকের মধ্যে ১০টির ঋণাত্বক পর্যবেক্ষণ পাওয়া গেছে যার অর্থ পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে।
ব্যবস্থাপনা অনুকূল না হওয়া, নতুন করে মন্দার আভাস, আবাসন খাতে চলমান সঙ্কট এবং বিদ্যমান রেকর্ড পরিমাণ বেকারত্ব এসব কারণকে স্পেনের ব্যাংকগুলোর ঋণমান কমানোর কারণ হিসেবে চিহ্নিত করেছে মুডি।
সংস্থাটি আরো বলেছে, ঋণ সমস্যার কারণে ব্যাংকগুলোকে যথেষ্ট সহায়তা দেওয়ার সক্ষমতা কমে গেছে স্পেন সরকারের।
এদিকে স্পেনের চারটি প্রাদেশের ঋণমানও কমিয়েছে মুডি। ২০১২ সালের ঘাটতি পুষিয়ে নিতে পারার সম্ভাবনা অনেক কম হওয়ায় কাতালোনিয়া, মুরসিয়া, আন্দালুসিয়া এবং এক্সত্রেমাদুরা প্রদেশের ঋণমান কমানো হয়েছে বলে জানিয়েছে মুডি।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ১৮, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর