ঢাকা: আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিল্ড্রেন জানিয়েছে, বিশ্বের মোট শিশুর ২৫ শতাংশ অপুষ্টিতে ভুগছে। আফ্রিকাতে অব্যাহত খাদ্য সঙ্কটের কারণে এ সমস্যা আরো প্রবল হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, নাইজারসহ আফ্রিকার সাহেল অঞ্চলের বিপুল বিস্তৃত জনপদ এখন চরম অপুষ্টির শিকার। এদের মধ্যে নাইজারের ৬০ লাখ এবং সাহেল অঞ্চলের (পশ্চিম আফ্রিকা) প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে। এ সঙ্কট আফ্রিকার অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ছে বলেও সতর্ক করে দিয়েছে তারা।
সংস্থাটির অভিযোগ, কয়েক মাস ধরে তারা এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও কারো টনক নড়েনি। অথচ সেখানে এখনই জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তারা বলেছে, সঙ্কট ভয়াবহ আকার ধারণ করার প্রেক্ষিতে ওই অঞ্চলের শিশুদের অবিলম্বে চিকিৎসা দেওয়া প্রয়োজন।
আসন্ন জি৮ সম্মেলনে সাব সাহারান এ অঞ্চলটির খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। আর এমন সময় সেভ দ্য চিলড্রেন এমন সতর্কবার্তা দিল।
জানা গেছে, আফ্রিকার নাইজারের পরিস্থিতি সবচে খারাপ। বিগত বছরে এ অঞ্চলে অনাবৃষ্টির কারণে ফসল উৎপাদনে ব্যাহত হওয়ায় খাদ্যমূল্য বৃদ্ধি পেয়েছে। গোটা অঞ্চলের মানুষ খাদ্যাভাবজনিত অপুষ্টির শিকার হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ১৮, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর