ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জাপানে বাণিজ্যিক রকেটের সফল উৎক্ষেপণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, মে ১৮, ২০১২
জাপানে বাণিজ্যিক রকেটের সফল উৎক্ষেপণ

ঢাকা: বাণিজ্যিকভাবে মহাকাশে বিদেশী কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ সম্পন্ন করল জাপান। উৎক্ষেপিত এইচ-২এ রকেটটিতে জাপানের তিনটি ও দক্ষিণ কোরিয়ার একটি উপগ্রহ ছিলো।

স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৯ মিনিটে জাপানের দক্ষিণাঞ্চলীয় তানেগাশিমা দ্বীপের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে বিদেশী স্যাটেলাইটবাহী রকেটটিকে মহাকাশের উদ্দেশ্যে পাঠানো হয়।

সফল এই উৎক্ষেপণের মধ্য দিয়ে জাপান বাণিজ্যিকভাবে মহাকাশে বিদেশী স্যাটেলাইটবাহী রকেট প্রেরণ শুরু করল। কয়েক দশক ধরেই বাণিজ্যিকভাবে রকেট উৎক্ষেপণের চেষ্টা চালিয়ে আসছিল জাপান। রকেট উৎক্ষেপণে তাদের এই সফলতা মহাকাশে বাণিজ্যিক উৎক্ষেপণের দৌড়ে ইউরোপ ও রাশিয়ার পাশাপাশি দাঁড় করিয়ে দিল জাপানকে।

দক্ষিণ কোরিয়ার ‘কোরিয়া অ্যারোস্পেস রিসার্চ ইন্সটিটিউট’ জানিয়েছে, কম্পস্যাট-৩ কৃত্রিম উপগ্রহটি বহুমুখী পর্যবেক্ষণের উদ্দেশ্যে মহাকাশে পাঠানো হয়েছে।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএএক্সএ) তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উৎক্ষেপণকৃত তিনটি জাপানি স্যাটেলাইটের মধ্যে শিনজুকু স্যাটেলাইটকে পাঠানো হয়েছে মহাসাগরীয় ঢেউ সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য। অপেক্ষাকৃত ছোট অপর দু’টি স্যাটেলাইটকে পরীক্ষামূলকভাবে গবেষণার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে তারা।

সফল উৎক্ষেপণের পর জেএএক্সএ কর্তৃপক্ষ জানিয়েছে, একুশ শতকের এইচ-২এ রকেট উৎক্ষেপণের পর এখন তারা আগামী প্রজন্মের এইচ-৩এ রকেট নিয়ে কাজ করছে।

২০০৭ থেকে এইচ-২এ রকেটের কার্যক্রম পরিচালনা দায়িত্বে থাকা জাপানে মিৎসুবিসি হেভি ইন্ডাস্ট্রি কোম্পানি ভবিষ্যতে মহাকাশে এ রকম আরো বাণিজ্যিক উৎক্ষেপণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী ইউরোপীয় ও রাশিয়ার প্রতিষ্ঠানগুলোর সমক্ষকতা অর্জনে আগ্রহী বলে মনে করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মে ১৮, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।