ঢাকা: সিরিয়ার রাজধানী দামেস্কে সম্প্রতি পরিচালিত ভয়াবহ বোমা হামলায় অর্ধশতাধিক মানুষের মৃত্যুর জন্য আল কায়েদাই দায়ী বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয় লক্ষ্য করে চালানো ভয়াবহ বোমা হামলায় প্রায় ৫৫ জন নিহত হন।
সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন চলাকালীন সময়ে এটিই ছিলো রাজধানী দামেস্কে পরিচালিত সবচেয়ে ভয়াবহ বোমা হামলা।
পাশাপাশি জাতিসংঘ মহাসচিব সিরিয়ায় কর্মরত জাতিসংঘের দু’জন নিরস্ত্র পর্যবেক্ষকের উপর পরিচালিত হামলার ব্যাপারেও দৃষ্টি আকর্ষন করেন। মহাসচিব বান কি মুন সিরিয়া পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে বলেন, পর্যবেক্ষকদের উপস্থিতিতে সিরিয়ায় সহিংসতা কিছুটা কমলেও শান্তি প্রতিষ্ঠায় এই অগ্রগতি আশানুরূপ নয়।
সংঘাত অবসানে জাতিসংঘ-আরবলীগ বিশেষ দূত কফি আনানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা দামেস্ক অনুমোদন করলে দেশটিতে কার্যক্রম শুরু করে জাতিসংঘ পর্যবেক্ষকরা। সেখানে বর্তমানে ২৫৭ জন পর্যবেক্ষক যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অবস্থান করছেন।
এদিকে সাম্প্রতিক হামলার জন্য বিদেশী শত্রুদের দায়ী করে দামেস্ক দাবি করছে তারা ষড়যন্ত্রমূলক সন্ত্রাসের শিকার। চলমান সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের দেশের বাইরের শত্রুরাই মদদ দিচ্ছে বলেও দাবি করে দেশটির কর্তৃপক্ষ।
এক বছরেরও বেশি সময় আগে দেশটিতে শুরু হওয়ার রাজনৈতিক সংঘাতে এ পর্যন্ত প্রায় ১০ হাজার লোক প্রাণ হারিয়েছে বলে এক হিসাবে জানিয়েছে জাতিসংঘ।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘন্টা, মে ১৮, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর