ঢাকা: দীর্ঘ ২২ বছর মিয়ানমারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার নেইপিদোতে মার্কিন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করল হোয়াইট হাউস।
মার্কিন পত্রিকা লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, মিয়ানমারের রাষ্ট্রদূত হিসেবে ডেরেক মিচেলের নাম অনুমোদন করেছে হোয়াইট হাউস। সম্প্রতি মিয়ানমারে চলমান সংস্কার প্রক্রিয়ার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
গত বছর মিচেলকে (৪৭) মিয়ানমারে বিশেষ প্রতিনিধি ও নীতি সমন্বয়ক হিসেবে নিয়োগ দেন ওবামা। এখন রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্ত নিয়োগ পেতে হলে সিনেটে তার নাম প্রস্তাব অনুমোদন পেতে হবে।
আর এর মাধ্যমে মিয়ানমার সরকারের দৃশ্যত গণতান্ত্রিক মনোভাবের এক প্রকার স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র।
তবে মিয়ারমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু করার ব্যাপারে আনুষ্ঠানিক উদ্যোগ নিলেও অবরোধ প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। দেশটির ওপর অবরোধ আরো দীর্ঘায়িত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং সরকারে অনেক সংস্কার আনা সত্ত্বেও দেশটিতে রাজনীতির বিকাশ এখনো ‘অঙ্কুরে’ রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
অবশ্য ভূরাজনৈতিক কৌশল এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর দক্ষিণ-পূর্ব এশীয় দেশ মিয়ানমারের প্রতি ওয়াশিংটনের আগ্রহ গত বছরই পরিষ্কার হয়েছে। ২০১১ সালের শেষ দিকে মিয়ানমার সফর করে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ১৮, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর