ঢাকা: মধ্য আফ্রিকার সহিংসতা পীড়িত রাষ্ট্র ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো বা ডিআর কঙ্গোয় নতুন করে সংঘাত শুরু হয়েছে। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে শুরু হওয়া সংঘাতে ইতিমধ্যেই উপদ্রুত অঞ্চলের হাজার হাজার অধিবাসী বাস্তুচ্যুত হয়ে প্রাণভয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
কঙ্গোর পূর্বাঞ্চলীয় উত্তর কিভুর পাহাড়ি এলাকায় বর্তমানে লড়াই চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। সেখানে বিদ্রোহীদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে শুক্রবার থেকে ব্যাপক গোলা বর্ষণ শুরু করেছে সেনাবাহিনী। বিদ্রোহীদের ইতিমধ্যেই কোণঠাসা করে ফেলা হয়েছে বলে দাবি করেছে সরকার।
লড়াইয়ে বাস্তুচ্যুত বেশিরভাগ মানুষই শরণার্থী হিসেবে প্রতিবেশী রুয়ান্ডা ও উগান্ডায় আশ্রয় নিয়েছেন। এখনও মানুষ সীমান্ত অতিক্রম অব্যাহত রেখেছে বলে জানা গেছে। জাতিসংঘের হাই কমিশনার ফর রিফিউজি বা ‘ইউএনএইচসিআর’ বলেছে, গত নভেম্বরে অনুষ্ঠিত হওয়া দেশটির প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের পর শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত প্রায় ৩ লাখ লোক বাড়িঘর থেকে স্থানচ্যুত হয়েছে।
গত তিন সপ্তাহে প্রায় ৮ হাজার শরণার্থী সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী রুয়ান্ডায় আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে তারা। আরো প্রায় ৫৫ হাজার শরণার্থী সেখানে আগে থেকেই অবস্থান করছেন। এর পাশাপাশি প্রতিবেশী উগান্ডায় আশ্রয় নিয়েছেন আরো ৩০ হাজার শরণার্থী। জাতিসংঘ সর্তক করে দিয়েছে কঙ্গোর এই লড়াই এই অঞ্চলের বিভিন্ন বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে ছড়িয়ে পড়তে পারে।
গত এপ্রিল থেকে প্রাদেশিক রাজধানী গোমার উত্তর পশ্চিমাঞ্চলের মাসিসি এলাকায় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয় সরকারি সেনারা। বিদ্রোহীরা এক সময় কঙ্গোর সেনাবাহিনীতে একীভূত ছিলো। ২০০৯ সালের শান্তিুচুক্তির মাধ্যমে তাদের একত্রীকরণ সম্পন্ন হয়। তবে অপর্যাপ্ত সুবিধার অভিযোগে সেনাবাহিনী ত্যাগ করে ২০১১ সালে সরকারের বিরদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তারা।
বিদ্রোহীরা মার্চ ২৩ মুভমেন্ট বা এম-২৩ নামের একটি নতুন সামরিক গ্রুপ গঠন করে সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়। ধারণা করা হয় সাবেক বিদ্রোহী গ্রুপ ‘ন্যাশনাল কংগ্রেস ফর দি ডিফেন্স অব দি পিপল’ বা সিএনডিপির সদস্যরাই এম-২৩ গঠন করেছে। গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন সাবেক সিএনডিপি কমান্ডার বসকো নগান্ডা।
নগান্ডার বিরুদ্ধে ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। তিনি জোরপূর্বক শিশুদের লড়াইয়ে যোদ্ধা হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে।
বাংলাদেশ সময়:১২৫১ ঘণ্টা, মে ১৮, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর