ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরান ও সিরিয়ার ব্যাপারে একমত জি-৮ নেতারা: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, মে ১৯, ২০১২
ইরান ও সিরিয়ার ব্যাপারে একমত জি-৮ নেতারা: যুক্তরাষ্ট্র

ঢাকা: যুক্তরাষ্ট্র দাবি করেছে জি-৮ সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতারা সিরিয়া ও ইরানের বিরুদ্ধে কার্য্যকর পদক্ষেপে নিতে একমত হয়েছেন।

এর পাশাপাশি সিরিয়ায় রাজনৈতিক পরিস্থিতির আশু সমাধান ও বিশ্ববাসীর কাছে ইরানের পরমাণু কর্মসূচি আরো উন্মুক্ত করার ব্যাপারে চাপ দিতে জি-৮ নেতারা একমত হয়েছেন বলেও দাবি করে ওয়াশিংটন।

এছাড়া বিশ্বনেতারা উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচির ব্যাপারে আন্তর্জাতিক নীতিমালার প্রতি আরো শ্রদ্ধাশীল হওয়ারও আহবান জানিয়েছেন বলে দাবি করে তারা।

যুক্তরাষ্ট্রে চলমান জি-৮ সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতাদের সম্মানে মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার এক নৈশভোজের আয়োজন করেন। এখানে জি-৮ নেতাদের মধ্যে প্রাথমিক আলোচনায় এসব ব্যাপারে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। নৈশভোজে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।

বৈঠকে নেতারা মিয়ানমারকে সাহায্য করার ব্যাপারে একমত হন। এর পাশাপাশি জি-৮ নেতারা ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারেও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে যৌথ প্রচেষ্টার উপর জোর দেন। তবে সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনার ব্যাপারে নেতারা একমত হলেও রুশ প্রধানমন্ত্রী মেদভেদেভ এর পক্ষে বা বিপক্ষে খোলাখুলি কিছ্ইু বলেননি বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মে ১৯, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।