ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইতালির বিদ্যালয়ে বোমা : ২ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, মে ১৯, ২০১২
ইতালির বিদ্যালয়ে বোমা : ২ শিক্ষার্থী নিহত

ঢাকা : ইতালির দক্ষিণাঞ্চলীয় ব্রিন্দিসি নগরীর একটি বিদ্যালয়ের সামনে সংঘটিত বোমা বিস্ফোরণে মারা গেছে দুই শিক্ষার্থী।

এদের মধ্যে একজন বালিকা বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

আহত হয়েছে আরো বেশ কয়েকজন। শনিবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ জানায়, কেউ একজন একটি ব্যাগের ভেতর রাখা বোমাটি বিদ্যালয়ের সামনে রেখে যায়। তবে বোমা সংখ্যা একটি না দু’টি  তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিস্ফারিত বোমা বেশ শক্তিশালী ছিল বলে জানিয়েছে ইতালির সিভিল প্রোটেকশন অথরিটি। তবে বোমা হামলার উদ্দেশ্য পরিষ্কার নয়।

ঘটনার পর এখনো কেই বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ১৯, ২০১২

সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।