ঢাকা: ভারতের উত্তর প্রদেশে পুণ্যার্থীবাহী একটি বাস দুর্ঘটনাগ্রস্ত হয়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ২৫ পুণ্যার্থী।
স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে উত্তর প্রদেশের বাহারাইচ জেলায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ। উত্তর প্রদেশের সুলতানপুর থেকে পুণ্যার্থীরা বাসটিতে করে আজমির শরিফের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। আগুন ধরে যাওয়ার কারণে বাসটির ভেতর থেকে যাত্রীরা সময়মত বের হয়ে আসতে পারেননি। ফলে হতাহতের সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
জেলা ম্যাজিস্ট্রেট কিনজাল সিং ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ তদারকি করছেন। তবে দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
তবে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন উদ্ধারকারীরা ও প্রশাসনের লোক ঘটনাস্থলে বিলম্বে এসে উপস্থিত হন। তাদের আসার আগেই অধিকাংশ হতাহতকে উদ্ধার করে স্থানীয় অধিবাসীরা। আগুনে পুড়ে বিকৃত হওয়ার কারণে অনেক মৃতদেহকে সনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তারা।
বাহারাইচ জেলার প্রধান উন্নয়ন কর্মকর্তা সুকলাল ভারতী জানান, দুর্ঘটনার সময় বাসটিতে ৬০ থেকে ৭০ জন আরোহী ছিলেন। তবে বাসটিতে কমপক্ষে ৮০ জন লোক ছিলো বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রী মেহেদি রাজা।
উদ্ধারকারীরা গ্যাস কাটার যন্ত্র ব্যবহার করে বাসের শরীর কেটে নিহত ও আহত যাত্রীদের বের করে আনে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়:১৬১০ ঘণ্টা, মে ১৯, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর