ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে আবারো সাংবাদিক খুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, মে ১৯, ২০১২
পাকিস্তানে আবারো সাংবাদিক খুন

ঢাকা: পাকিস্তানের অস্থিতিশীল প্রদেশ বেলুচিস্তানে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার সকালে প্রদেশের তুরবাত শহরে সাংবাদিক রাজ্জাক গুলের মরদেহ পাওয়া গেছে।

নিহতের ভাইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি দৈনিক ডন।

ইউনেসকো পাকিস্তানকে দ্বিতীয় সর্বোচ্চ বিপজ্জনক রাষ্ট্র হিসেবে অভিহিত করার একদিন পরেই এ সাংবাদিক হত্যার ঘটনা ঘটল।

রাজ্জাক পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এক্সপ্রেস গ্রুপ অব পাবলিকেশনে কাজ করতেন। প্রায় ১০ বছর ধরে তিনি এখানে কর্মরত আছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাড়ি ফেরার সময় অজ্ঞাত পরিচয় ক’জন লোক রাজ্জাককে অপহরণ করে নিয়ে যায়। শুক্রবার তার লাশ পাওয়া গেল।

পুলিশ জানিয়েছে, রাজ্জাকের মৃতদেহ একটি হাসপাতালের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। পাশে তার মোটরসাইকেলটিও পড়ে ছিল।

এ হত্যাকাণ্ডের জন্য এখনো পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

পুলিশ বলছে, তারা এর মোটিভ খুঁজে বের করার চেষ্টা করছে। রাজ্জাকের পরিবারের দাবি, তার কোনো শত্রু ছিল না। তার ভাই জানিয়েছে, সম্প্রতি কারো কাছ থেকে কোনো হুমকিও তিনি পাননি।

কিছু দিন আগে আরেক সাংবাদিক খুন হওয়ার ঘটনার পর এ ঘটনায় পাকিস্তানের সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ইউনেসকো বলছে, সম্প্রতি পাকিস্তানে সাংবাদিক হত্যার ঘটনা নাটকীয়ভাবে বেড়ে গেছে। ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে এ ভূখণ্ডে ১৬ জন সংবাদকর্মী খুন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সংস্থাটি।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সাংবাদিকদের জন্য সবচে বিপজ্জনক স্থান মেক্সিকো।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মে ১৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।