ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার গোয়েন্দা স্থাপনায় বোমা বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, মে ১৯, ২০১২
সিরিয়ার গোয়েন্দা স্থাপনায় বোমা বিস্ফোরণ, নিহত ৭

ঢাকা : সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর দেইর আল-জউরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। হামলায় আরো কয়েকজন আহত হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।



সামরিক গোয়েন্দা সংস্থার কার্যালয়ের কাছে হামলাটি হয়েছে বলে বিরোধীরা জানিয়েছে।

সম্প্রতি সামরিক ও নিরাপত্তা সংস্থার স্থাপনা লক্ষ্য করে বোমা হামলার ঘটনার ধারাবাহিকতায় এটি সর্বশেষ হামলা।

টেলিভিশনে সম্প্রচারিত সচিত্র প্রতিবেদনে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ছিন্নবিচ্ছিন্ন একাধিক গাড়ি এবং কিছুকিছু ভবনে আগুন জ্বলার দৃশ্য দেখা গেছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হামলায় কমপক্ষে সাত ব্যক্তি নিহত এবং আরো কমপক্ষে ১২ জন আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত সপ্তাহে দামেস্কে দু’টি পৃথক আত্মঘাতী বোমা হামলায় ৫৫ ব্যক্তি নিহত হয়। জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ হামলায় আল কায়েদার সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন।

জাতিসংঘের হিসাবে, গত বছরের মার্চ থেকে সিরিয়াতে শুরু হওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলনে সহিংসতা এযাবত কমপক্ষে ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

বংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ১৯, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।