ঢাকা : বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের মধ্যকার সম্পর্ক পশ্চিমা জাতিগুলো এবং সাম্রাজ্যবাদের কারণেই নানা সময় সমস্যার মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। একই কারণে রাজ্যের সঙ্গে দেশেরও সমস্যা হচ্ছে বলে মত দিয়েছেন তিনি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ শততম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন মানিক সরকার।
তিনি বলেন, ‘ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহতভাবে খারাপের দিকে যাওয়ার পেছনে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো চালিকাশক্তি হিসেবে কাজ করছে। ’
তিনি আরো বলেন, ‘ব্রিটিশ শাসনামলে বাংলাদেশ এবং ভারত একই জাতি ছিল। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদ এ জাতির মানুষের চিন্তাকে কলুষিত করেছে এবং তাদের মধ্যে ফাটল সৃষ্টি করেছে। এখন আমরা আলদা জাতি হিসেবে বসবাস করি। কিন্তু তারপরও পারস্পরিক সম্পর্কোন্নয়নে আমাদের আন্তরিকতার কারণে আজো আমাদের মাঝে ঘনিষ্ঠতা বিদ্যমান। ’
উভয় জাতির সম্পর্ক জোরদার করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মানিক সরকার বলেছেন, ‘সাম্রাজ্যবাদী অপশক্তি কোনভাবেই যাতে দু’জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে তাদেরই খেয়াল রাখতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, মে ১৯, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর