ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মার্ক জুকারবার্গ বিয়ে করলেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪১, মে ২০, ২০১২
মার্ক জুকারবার্গ বিয়ে করলেন

ঢাকা : দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিলেন বিশ্বের জনপ্রিয় অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালো আলতোতে অবস্থিত নিজ বাড়িতেই ছোটখাট অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘদিনের বান্ধবী প্রিসিলা চ্যানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মার্ক।

বিয়ের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে এই দম্পতির জীবনে। আগামী সোমবার মার্ক তার ২৮তম জন্মদিন পালন করবেন। অপরদিকে এরই মধ্যে ফেসবুকের মূল্যমান ছুঁয়েছে আকাশ। তার ওপর আবার হবু স্ত্রী চ্যান শেষ করতে যাচ্ছেন তার গ্র্যাজুয়েশন।

অনুষ্ঠানের নিমন্ত্রিত অতিথিরা প্রথমে এই আমন্ত্রণকে চ্যানের গ্র্যাজুয়েশন সমাপ্তি উপলক্ষ্য ভাবলেও অনুষ্ঠানে বিয়ের আয়োজন দেখে তারা বিস্মিত হন।

২০০৪ সালে হার্ভার্ডে পরিচয় হয় এই দম্পতির। এখানেই মার্ক তার ফেসবুক নামের সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের সূচনা করেন। পরে ক্যালিফোর্নিয়ায় চলে আসেন তারা। এখানেই ফেসবুকের সদরদপ্তর প্রতিষ্ঠা করেন মার্ক। পাশাপাশি চ্যান ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার মেডিকেল স্কুলে স্নাতক কোর্সে পড়াশুনা শুরু করেন। দীর্ঘ ৯ বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর বিয়ে করলেন এই জুটি।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মে ২০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।