ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মুক্তি পাচ্ছেন শ্রীলঙ্কার সাবেক সেনা প্রধান ফনসেকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০০, মে ২০, ২০১২
মুক্তি পাচ্ছেন শ্রীলঙ্কার সাবেক সেনা প্রধান ফনসেকা

ঢাকা : কারারুদ্ধ সাবেক সেনা প্রধান শরৎ ফনসেকার মুক্তির আদেশ দিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে সোমবারই তিনি মুক্তি পাবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্টের এক মুখপাত্র।

২০১০ সালে শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার প্রাক্কালে ফনসেকাকে গ্রেফতার করা হয়। আটকের পর তাকে দুর্নীতির দায়ে কারাগারে পাঠানো হয়। আটক অবস্থায় তিনি শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চিকিৎসকরাও সোমবার তাকে হাসপাতাল ত্যাগের অনুমতি দিয়েছেন।

২০০৯ সালে শ্রীলংকা সেনাবাহিনীর প্রধান হিসেবে তামিলবিরোধী অভিযানে ব্যাপক সাফল্য লাভ করেন ফনসেকা। সেনা প্রধানের পদ থেকে অবসর নেওয়ার পর তিনি বর্তমান প্রেসিডেন্ট রাজাপাকসের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেন। এরপরই তাকে দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠিয়ে দেয় সরকার।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, মে ২০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।