ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আত্মঘাতী বোমায় আফগানিস্তানে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৯, মে ২০, ২০১২
আত্মঘাতী বোমায় আফগানিস্তানে নিহত ১৩

ঢাকা : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন পুলিশ সদস্য ছিল।

এছাড়া ঘটনায় আরও ৫ পুলিশ ও ১ শিশু আহত হয়।

পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে আলি শের জেলার একটি তল্লাশিচৌকিতে এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় হামলাকারী এক নিরাপত্তা কর্মীকে গুলি করে চেকপোস্টে প্রবেশ করে তার সঙ্গে রাখার বোমার বিস্ফোরণ ঘটায়।

খোস্তের প্রাদেশিক পুলিশ প্রধান জেনারেল সরদার মোহাম্মদ জাজিয়া বলেন, ‘পুলিশ ও সাধারণ নাগরিক উভয়কে লক্ষ্য করেই বোমা হামলা চালানো হয়েছে। ’

এদিকে হামলার দায়িত্ব স্বীকার করে তালেবানরা এক বার্তায় বলেছে, হামলায় ১২ আফগান নিরাপত্তাকর্মী নিহত এবং অপর ৯ জন আহত হয়েছে। তবে সাধারণ নাগরিকদের হতাহতের ব্যাপারে কিছু বলেনি তারা।

পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকার সীমান্ত সংলগ্ন খোস্ত প্রদেশটি তালেবান দুর্গ ও একই সঙ্গে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

এর আগে গত শুক্রবার কুনার প্রদেশে অবস্থিত ন্যাটো ঘাঁটিতে রকেট হামলায় শুক্রবার ন্যাটোর দুই সেনা নিহত হয়। এতে আহত হয় আরো ৬ জন।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা , মে ২০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।