ঢাকা : ইতালির উত্তরাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ভূমিকম্পের পরপরই উদ্ধাকারী দল তাদের তৎপরতা শুরু করে। কর্তৃপক্ষ আপাতত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও ধ্বসে পড়া ভবনেরর ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে অনেকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।
ভূমিকম্পের পরপরই আতঙ্কে হাজার হাজার লোক রাস্তায় নেমে আসে। ইতালির এই অঞ্চলটিতে প্রায়ই মৃদু ভূ-কম্পন অনুভূত হয়। তবে তার জন্য প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতিও নেওয়া আছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সর্বশেষ ২০০৯ সালে ইতালির এল আকুইলা শহরে বড় ধরণের ভূমিকম্পে প্রায় ৩০০ লোক মারা যায়।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মে ২০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর