ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে সেনা-আল কায়েদা সংঘর্ষে নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, মে ২০, ২০১২
ইয়েমেনে সেনা-আল কায়েদা সংঘর্ষে নিহত ৩৪

ঢাকা : সংঘাত কবলিত ইয়েমেনে সরকারি সেনা ও সন্দেহভাজন আল কায়েদা যোদ্ধাদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



ইয়েমেনি কর্তৃপক্ষ সংঘর্ষে হতাহতের খবর স্বীকার করে এ সময় ২২ আল কায়েদা যোদ্ধাকে হত্যার দাবি করেছে। তবে জঙ্গিদের হামলায় ১২ ইয়েমেনি সেনাও নিহত হয়েছে বলে স্বীকার করে তারা।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইয়েমেনের দক্ষিণে অবস্থিত আবিয়ান প্রদেশের জার শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পাবর্ত্য এলাকায় উভয়পক্ষে এই সশস্ত্র সংঘর্ষ শুরু হয়। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া সংঘর্ষ শনিবারও অব্যাহত থাকে বলে জানা গেছে।

এলাকাটি প্রায় এক বছরের বেশি সময় আগে থেকেই ইয়েমেনের আল কায়েদা যোদ্ধাদের দখলে রয়েছে জানিয়েছে স্থানীয়রা।

এদিকে দেশটির মধ্যাঞ্চলীয় বায়দা প্রদেশে অপর এক ঘটনায় মার্কিন ড্রোন হামলায় দুই সন্দেহভাজন আল কায়েদা যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে একজন সোমালি এবং অপরজন ইয়েমেনি নাগরিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এ অঞ্চলটিও চলতি বছরের শুরুর দিকে আল কায়েদা দখল করে নেয়।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মে ২০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।