ঢাকা: পূর্ণ সূর্যগ্রহণের ফলে সৃষ্ট চন্দ্রের অনিন্দ্য সুন্দর আলোর বলয় দেখার দুর্লভ সুযোগ পেতে যাচ্ছে বিশ্বের কয়েকটি অঞ্চলের মানুষ। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল ও এশিয়ার পূর্বাঞ্চলীয় এলাকার অবস্থিত বেশ কয়েকটি রাষ্ট্রের মানুষ এ দুর্লভ দৃশ্য অবলোকনের সুযোগ পাচ্ছে বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা।
আগামী সোমবার ভোরে খুব অল্প সময়ের জন্য ভারতের উক্ত এলাকার মানুষ সূর্যের পূর্ণগ্রহণ দেখতে পাবে। ভোরে সূর্যোদয়ের আগেই এই পূর্ণগ্রহণ সংঘটিত হবে।
সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণটি হয়েছিল প্রায় ২০ বছর আগে। আগামীতে আবারো এমন একটি উপভোগ্য দৃশ্য উপভোগ করতে হলে বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে আরো প্রায় দেড় যুগ।
সূর্য গ্রহণের সময় পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে। এ সময় সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদের অবস্থানের কারণে পৃথিবীবাসীর দৃষ্টিতে সাময়িকভাবে ঢাকা পড়ে যায় সূর্য। তবে চাঁদ ও সূর্যের আকারগত পার্থক্য এবং উভয়ের মাঝে দুরত্বজনিত কারণে সূর্য কখনোই পুরোপুরি ঢাকা পড়ে না। ফলে পূর্ণ সূর্যগ্রহণকালে চাঁদের চারপাশে আলোর উজ্জ্বল বলয় লক্ষ করা যায়।
পূর্ণ সূর্যগ্রহণের সময় সৃষ্ট এই আলোর বলয়টিই মানুষের আকর্ষণের প্রধান বিন্দু। আর সেই অপূর্ব ঘটনাটি ঘটতে যাচ্ছে আগামী সোমবার। এই দিনটির জন্য তাই আগ্রহভরে অপেক্ষা করছে জ্যোতির্বিজ্ঞানীরাসহ বিশ্বের অসংখ্য কৌতুহলী মানুষ।
দিনটি পালন করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞান সংগঠনগুলো বিশেষ আয়োজন করেছে। আয়োজনগুলোতে থাকছে সূর্যের পূর্ণগ্রহণ উপভোগ করা ছাড়াও নানা রকম গবেষণাধর্মী কাজের সুযোগ।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মে ২০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর