ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘সন্ত্রাসী পরিকল্পনা’র অভিযোগে শিকাগোতে গ্রেফতার ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, মে ২০, ২০১২
‘সন্ত্রাসী পরিকল্পনা’র অভিযোগে শিকাগোতে গ্রেফতার ৩

ঢাকা: আসন্ন ন্যাটো সম্মেলনকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার  করেছে পুলিশ। শিকাগোতে বিশ্বের ৬০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু হবে আন্তর্জাতিক ন্যাটো সম্মেলন।

আফগানিস্তান থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারকে সামনে রেখে এ সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সম্মেলন উপলক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শিকাগোতে। তবে বিশ্বায়ন, পুজিঁবাদ ও আগ্রাসনবিরোধী প্রতিবাদকারীরা বিক্ষোভ প্রদর্শন করতে ইতিমধ্যেই শিকাগোতে সমবেত হতে শুরু করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
 
শিকাগো পুলিশ নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সর্তকাবস্থায় রয়েছে । এর অংশ হিসেবেই ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এই তিন ব্যক্তি অকুপাই ওয়াল স্ট্রীট আন্দোলনের অংশগ্রহণকারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটক ব্যক্তিরা পেট্রোল বোমা তৈরির এবং বারাক ওবামার নির্বাচনী প্রচারণার প্রধান কার্যালয়ে ও শিকাগো নগরের মেয়র রাহম এমানুয়েলের বাসভবনে হামলার পরিকল্পনা করেছিলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে শিকাগোতে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনকে সামনে রেখে এ পরিকল্পনা করা হয় বলে শনিবার জানিয়েছেন সরকারি কৌসূলিরা।

বুধবার রাতে শিকাগোর দক্ষিণে অবস্থিত সাইড ব্রিজপোর্ট এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।
শিকাগো পুলিশ ডিপার্টমেন্ট (সিপিডি) বলেছে, এই ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-ের ষড়যন্ত্র ও সন্ত্রাসীদের সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

বুধবার একই সময়ে আরো ছয়জনকে গ্রেফতার করা হয়েছিলো, তবে শুক্রবার কোনো অভিযোগ ছাড়াই তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ২০, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।