ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দুই সুদানের শান্তিপূর্ণ সহাবস্থান চান প্রেসিডেন্ট বশির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, মে ২০, ২০১২
দুই সুদানের শান্তিপূর্ণ সহাবস্থান চান প্রেসিডেন্ট বশির

ঢাকা : সুদান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নতুন রাষ্ট্র দক্ষিণ সুদানের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান চান প্রেসিডেন্ট ওমর আল বশির। এ লক্ষ্যে তিনি দক্ষিণের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন।

দুই সুদানের বিরোধ নিষ্পত্তিতে নিয়োজিত আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতাকারী থাবো এমবেকি গণমাধ্যমকে একথা জানিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার সাবেক এ প্রেসিডেন্ট বলেছেন, ‘বশির এখন বিশ্বাস করেন, উভয় জাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা জরুরি। ’

এমবেকি দীর্ঘ দিন ধরেই সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সুদানের রাজধানী খার্তুমে অবস্থান করছেন। শিগগির তিনি দক্ষিণ সুদানের রাজধানী জুবা’তেও যাবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে দু’দেশের মধ্যে সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার নিরসন না হওয়া পর্যন্ত দক্ষিণ সুদান থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছে সুদান। দক্ষিণ সুদান কোন পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসতে রাজি থাকলেও সুদান বরাবরই সীমানা নির্ধারণের প্রতি গুরুত্বারোপ করে আসছে।


দীর্ঘ দিনের গৃহযুদ্ধ শেষে ২০১১ সালের ৯ জুলাই দক্ষিণ সুদান স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু আঞ্চলিক সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতায় এখনো তারা পারস্পারিক সংঘর্ষে লিপ্ত রয়েছে। গত মাসে সুদান ও দক্ষিণ সুদানের সীমান্তে সংঘটিত মারাত্মক সংঘর্ষ দুই দেশকে যুদ্ধাবস্থায় ঠেলে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মে ২০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।