ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইতালিতে ভূমিকম্পে ৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, মে ২০, ২০১২
ইতালিতে ভূমিকম্পে ৭ জনের প্রাণহানি

ঢাকা : ইতালিতে রোববার আঘাত হানা ভূমিকম্পে কমপক্ষে সাত জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে কমপক্ষে আরো ৫০ জন।

ইতালির বার্তাসংস্থা এএনএসএ হতহাতের খবর নিশ্চিত করেছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ফিনালে এমিলিয়া শহর সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প শূরুর পর যেসব মানুষ ভয়ে রাস্তায় বেরিয়ে এসেছিল তারা এখন বাসায় ফিরতে ভয় পাচ্ছে।

কমপক্ষে ১৩ হাজার মানুষ বসতবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। তবে আরো কতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার সঠিক সংখ্যা নিরূপণ করা এখনো সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্ধারকর্মীরা, বহু ভবনের ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত কাউকে উদ্ধারের তৎপরতা চালিয়ে যাচ্ছে।

রোববার ভোরের দিকে আঘাত হানা ভূমিকম্পটি রিখটার স্কেলে ৬ মাত্রার ছিল বলে জানিয়েছে ইউএসজিএস। এর উৎপত্তিস্থল ছিল ইতালির বোলোগোনা শহরের ৩৫ কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার ভেতরে। ইতালির এই অঞ্চলটিতে প্রায়ই মৃদু ভূকম্পন অনুভূত হয়। তবে তার জন্য প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতিও নেওয়া আছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ ২০০৯ সালে ইতালির এল আকুইলা শহরে বড় ধরনের ভূমিকম্পে প্রায় ৩শ’ মানুষের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মে ২০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, রাইসুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।