ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে এবার টুইটার নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, মে ২০, ২০১২
পাকিস্তানে এবার টুইটার নিষিদ্ধ

ঢাকা: ইসলাম অবমাননার অভিযোগে মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট টুইটার নিষিদ্ধ করেছে পাকিস্তান। দেশটির একজন শীর্ষ স্থানীয় টেলিযোগাযোগ কর্মকর্তা রোববার জানিয়েছেন, ইসলামের অবমননাকর বিষয় প্রত্যাহার করে নিতে অস্বীকৃতি জানানোর কারণে টুইটার নিষিদ্ধ করা হয়েছে।



টেলিযোগাযোগ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন জানিয়েছেন, ইসলামের নবী মোহাম্মদের (সা.) ছবি ফেসবুকে পোস্ট করার প্রতিযোগিতা উৎসাহিত করে টুইটারে লেখা হচ্ছিল। টুইটার কর্তৃপক্ষকে বারবার বলার পরও তা বন্ধ না করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ঠিক কতোদিন পর্যন্ত এ ওয়েবসাইট নিষিদ্ধ থাকবে তা নিশ্চিত করে বলা হয়নি।

প্রসঙ্গত, নবী মোহাম্মদের (সা.) ছবি আঁকা বা প্রচার করাকে ইসলাম অবমাননা বলে মনে মুসলিমরা।

এর আগে ২০১০ সালে একই অভিযোগে পাকিস্তানে টানা দুই সপ্তাহ নিষিদ্ধ ছিল ইন্টারনেটে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মে ২০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।