ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সৌদিতে খুনের দায়ে দুই পাকিস্তানির শিরশ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, মে ২০, ২০১২
সৌদিতে খুনের দায়ে দুই পাকিস্তানির শিরশ্ছেদ

ঢাকা: সৌদি আরবে খুনের ঘটনায় অভিযুক্ত প্রমাণিত হওয়ায় রোববার দুই পাকিস্তানি নাগরিকের শিরশ্ছেদ করেছে সৌদি কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, বশির আফ্রিদি এবং রহমানুল ওয়াহাব নামে দুই পাকিস্তানি তাদের আরেক পাকিস্তানি সহকর্মী মোহাম্মদ হাজিকে খুন করেছে।

রোববার মক্কা শহরে তাদের শিরশ্ছেদ কার্যকর করা হয়েছে।

এসপিএ আরো জানিয়েছে, অভিযুক্ত এ দু’জন একজন নারীকেও হত্যার জন্য দায়ী এবং আরেকটি হত্যাকাণ্ডের সহযোগী।

প্রসঙ্গত, সৌদি আরবের শরিয়া আইন অনুযায়ী অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শিরশ্ছেদ করে। চলতি বছর বিভিন্ন অপরাধে এ যাবত ২৮ জনের শিরশ্ছেদ করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের শরিয়া আইন অনুযায়ী- ধর্ষণ, ধর্মত্যাগ, সশস্ত্র ডাকাতি, মাদক চোরাচালান এবং হত্যার মতো গুরুতর অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ২০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।