ঢাকা: সৌদি আরবে খুনের ঘটনায় অভিযুক্ত প্রমাণিত হওয়ায় রোববার দুই পাকিস্তানি নাগরিকের শিরশ্ছেদ করেছে সৌদি কর্তৃপক্ষ।
এ ব্যাপারে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, বশির আফ্রিদি এবং রহমানুল ওয়াহাব নামে দুই পাকিস্তানি তাদের আরেক পাকিস্তানি সহকর্মী মোহাম্মদ হাজিকে খুন করেছে।
এসপিএ আরো জানিয়েছে, অভিযুক্ত এ দু’জন একজন নারীকেও হত্যার জন্য দায়ী এবং আরেকটি হত্যাকাণ্ডের সহযোগী।
প্রসঙ্গত, সৌদি আরবের শরিয়া আইন অনুযায়ী অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শিরশ্ছেদ করে। চলতি বছর বিভিন্ন অপরাধে এ যাবত ২৮ জনের শিরশ্ছেদ করেছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি আরবের শরিয়া আইন অনুযায়ী- ধর্ষণ, ধর্মত্যাগ, সশস্ত্র ডাকাতি, মাদক চোরাচালান এবং হত্যার মতো গুরুতর অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ২০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর