ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কয়লাখনি থেকে ১৭ দিন পর জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, মে ২০, ২০১২

ঢাকা: কয়লাখনির অন্ধকার গহ্বরে দীর্ঘ ১৭ দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন চীনের সি লি। চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া রোববার এ অবিশ্বাস্য ঘটনার কথা জানিয়েছে।



গত ২ মে বন্যা কবলিত চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেগাং শহরের জুনিয়ুন কয়লাখনি থেকে শনিবার সি লিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে অবস্থান করছেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সিনহুয়া।

২ মে’র দুর্ঘটনায় ১০ জন খনিশ্রমিকের প্রাণহানি ঘটে। সে সময় খনিতে ২৮ জন মানুষ ছিল। বেশিরভাগ লোককে উদ্ধার করা গেলেও তিন জন এখনো নিখোঁজ রয়েছে। বন্যার পানি বেড়ে যাওয়ার কারণে তখন উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল এখন তাদের খোঁজার কাজ চলছে।

চীনের সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে, কয়লাখনির মধ্যে সি লি খনিতে ব্যবহৃত খড়কুটো খেয়ে বেঁচে ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ২০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।