ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইতালিতে ৬ মাত্রার ভূমিকম্প: নিহত ৬, ঘরবাড়ি বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৯, মে ২১, ২০১২
ইতালিতে ৬ মাত্রার ভূমিকম্প: নিহত ৬, ঘরবাড়ি বিধ্বস্ত

রোম: ইতালিতে রিখটার স্কেলে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত ৬ জনের মৃতের খবর পাওয়া গেছে।



এছাড়া দেশটির বিভিন্ন শহরে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে  বলে জানিয়েছে বিবিসি।

সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, মধ্যরাতে উত্তর বোলোগনা শহরের ৩৫ কিমি দূরে রিখটার স্কেলে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

এমিলিয়া অঞ্চলের এক সরকারি কর্মকর্তা জানান, ভূমিকম্পে এমিলিয়া রোমাগনা অঞ্চলের পর্যটন স্থাপনাও বিধ্বস্ত হয়েছে।

তিনি জানান, রোববার শেষের দিকে ভূমিকম্প পরবর্তী রিখটার স্কেলে ৫.১ মাত্রার আরও একটি ভূকম্পন অনুভূত হয়েছে। এতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

ইতালির ইতিহাসে ২০০৯ সালের ল-অ্যাকুইলা ধ্বংসযজ্ঞের পর এটাই সব চাইতে বড় আঘাত বলে সরকারি কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান।

জানা গেছে, জিএমটি সময় ২টায় বোলোগনা শহরের ৩৫ কিমি দূরে মাটির ১০ কিমি গভীরে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে।

এই ভূকম্পন বোলোগনা, ফেরারা, ভেরোনা, মাঞ্চুয়া, মিলান এবং ভেনিসেও অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, মে ২১, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।