ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চলে গেলেন গানের পাখি রবিন গিব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, মে ২১, ২০১২
চলে গেলেন গানের পাখি রবিন গিব

ঢাকা : ব্রিটিশ বংশোদ্ভুত বিশ্বখ্যাত সঙ্গীত তারকা এবং মিউজিক্যল গ্রুপ ‘বি গিস’র সহপ্রতিষ্ঠাতা রবিন গিব মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারাক্রান্ত থাকার পর রোববার তার মৃত্যু হয়।



মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

সঙ্গীতাঙ্গনের এই তারকা শুধু গেয়েই ক্ষান্ত থাকেননি। গানের কথা আর সুর সৃষ্টিতেও দেখিয়েছেন অসাধারণ পারঙ্গমতা।
মাত্র ১৭ বছর বয়সে তিনি যখন ‘থ্যাংকস ফর দ্য মিউজিক’ গানটি পরিবেশন করেন তখনই তার সঙ্গীত প্রতিভা দ্যূতি ছড়াতে শুরু করে।

গিবের এক পারিবারিক বন্ধু বলেন, ‘সুর আর স্বরলিপি সৃষ্টির ক্ষমতা ছিল তার জন্য সৃষ্টিকর্তার উপহার। ’

গিব সঙ্গীতকে পেশা হিসেবে নেন ১৯৫৮ সালে। সে বছর গিব তার দু’ভাইকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন বি গিস নামের মিউজিক্যাল গ্রুপ। ১৯৬০ সালে তাদের প্রকাশিত গানের অ্যালবামটি খ্যাতি পাওয়ার পর এ পর্যন্ত সারা বিশ্বে তাদের গ্রুপের প্রায় ২০ কোটি অ্যালবাম বিক্রি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘন্টা, মে ২০, ২০১২

সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।