ঢাকা: দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর মারা গেছেন লকারবি হামলার একমাত্র অভিযুক্ত আবদেলবাসেত আল-মেগরাহি। রোববার স্থানীয় সময় বেলা ১টায় লিবিয়ার ত্রিপোলিতে নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে তার নিকটাত্মীয়রা।
মেগরাহি ১৯৮৮ সালে স্কটল্যান্ডের লকারবিতে প্যানঅ্যাম এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে বোমাহামলা চালান। এতে ২৭০ ব্যক্তি নিহত হন। ২০০১ সালে নেদারল্যান্ডের একটি বিশেষ আদালত তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে তাকে কারতণ্ডদেশ দেওয়া দেয়। তবে ক্যান্সারাক্রান্ত হওয়ায় তার সাজা মওকুফ করে ২০০৯ সালে তাকে মুক্তি দেওয়া হয়। লিবিয়ার তৎকালীন প্রেসিডেন্ট গাদ্দাফি তাকে দেশে ফিরিয়ে নেন।
এদিকে, মেগরাহির মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার সাথে সাথেই হামলার ঘটনা স্মরণ করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ব নেতৃবৃন্দ।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে বলেছেন, ‘মেগরাহিকে মুক্তি দেওয়া মোটেই উচিত হয়নি। ’
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স সামন্ড বলেছেন, ‘মেগরাহির মৃত্যু লকারবি হামলার শিকার হওয়া দুর্ভাগাদের কথা আমাদের আবার স্মরণ করিয়ে দিয়েছে। ’
তবে লকারবি হামলার জন্য মেগরাহি দায়ী ছিলেন না বলে বিশ্বাস করেন অনেকেই।
বাংলাদেশ সময় : ১৪৫০ ঘন্টা, মে ২১, ২০১২