ঢাকা: ইয়েমেনের রাজধানী সানায় সোমবার এক আত্মঘাতী বোমা হামলায় শতাধিক নিহত হয়েছেন। জঙ্গি সংগঠন আল কায়দা ওই হামলার দায় স্বীকার করেছে।
আহতদের কারো কারো অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
প্রাথমিক খবরে জানা গেছে, দেশটির ২২তম জাতীয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠেয় প্যারেডের মহড়ায় সৈনিকদের একেবারে মধ্যখানে সেনাপোশাক পরিহিত এক ব্যক্তি নাশকতামুলক এ হামলা চালায়।
পরে আল কায়দা এই হামলার দায় স্বীকার করে।
মঙ্গলবার অনুষ্ঠেয় স্বাধীনতা দিবসের মূল আয়োজনে দেশটির প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুরের উপস্থিত থাকার কথা। তাই হাই প্রোফাইলড কারও উপর হামলা করার পরিকল্পনা থাকলে হামলাকারিরা আগামীকালই তা করত বলে বিশ্লেষকদের ধারণা।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মে ২১, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর