ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এভারেস্টে ৩ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, মে ২১, ২০১২
এভারেস্টে ৩ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ২

ঢাকা: এভারেস্ট জয় শেষে নামার পথে তিন পর্বতারোহী মারা গেছেন বলে জানিয়েছে নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে সূত্রটি প্রাথমিকভাবে কেবল মৃতদের একজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে।



ধারনা করা হচ্ছে, এদের মধ্যে একজন দক্ষিণ কোরিয়ান, একজন জার্মান ও একজন নেপালী বংশোদ্ভূত কানাডিয়ান।

পর্বতারোহন বিভাগের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, শুক্রবার আবহাওয়া অনুকূলে থাকলেও শনিবার বিকেলে হঠাৎ ঝড় শুরু হয়।

এখনো দু’জন নিঁখোজ রয়েছে বলে পর্বতারোহ বিভাগ থেকে বলা হয়েছে।

পর্বতারোহন বিভাগ থেকে আরো বলা হয়, কানাডিয়ান নাগরিকের নাম শ্রিয়া শাহ। তবে অন্যদের নাম জানা যায়নি।

দক্ষিণ কোরিয়ান আরোহী প্রায় ৮ হাজার ৮শ’ ৪৮ মিটার উ‍ঁচুতে দ্যা বেলকনি নামক স্থানে মারা যান বলে সংবাদ সংস্থা থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ২১, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।