ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আঘাত হানতে পারে ১৫ জুন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুন ১২, ২০২৩
ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আঘাত হানতে পারে ১৫ জুন

শক্তিশালী ঘূর্ণিঝড় বিপর্যয় চলতি সপ্তাহেই ভারতের গুজরাট ও পাকিস্তানের দক্ষিণ অংশে আঘাত হানতে পারে। এমনটি বলছে দুই দেশের আবহাওয়া বিভাগ।

খবর আল জাজিরা

সোমবার ভারতের আবহাওয়া বিভাগ বলেছে, ভারতের গুজরাটের মান্দভি ও পাকিস্তানের মধ্যবর্তী স্থান দিয়ে বৃহস্পতিবার (১৫ জুন) ঘূর্ণিঝড়টি অতিক্রম করতে পারে। এ সময় বাতাসের বেগ থাকতে পারে ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, যা ১৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়া বিভাগ জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে। পাশাপাশি গুজরাটের সৌরাষ্ট্র ও কুচ অঞ্চলের উপকূলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। ঘূর্ণিঝড়টির কারণে উচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

ভারতের জাতীয় দুর্যোগ সাড়াদান বাহিনীর সাতটি দল এবং রাজ্য দুর্যোগ সাড়াদান বাহিনীর ১২টি দলকে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত অঞ্চলে মোতায়েন করা হয়েছে বলে টুইটারে জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

নাম প্রকাশ না করা এক আবহাওয়া কর্মকর্তা বলেন, বিপর্যয়ের প্রভাবে গুজরাটের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার ওপর দিয়ে দমকা বাতাস বয়ে যেতে পারে। এর মধ্যে কয়েকটি জেলায় বসতির ঘনত্ব কম হওয়ায় ক্ষতি কিছুটা কম হতে পারে।  

প্রতিবেশী দেশ পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সিন্দ প্রাদেশিক সরকারের কর্মকর্তারা বলেন, তারা তিন জেলার লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রদেশটি দেশের দ্বিতীয় জনবহুল প্রদেশ।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুন ১২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।