ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অন্ধ্র প্রদেশে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, মে ২২, ২০১২
অন্ধ্র প্রদেশে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৪

ঢাকা: ভারতের অন্ধ্র প্রদেশে মঙ্গলবার ভোরে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ২৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যম।

জানা গেছে, প্রদেশটির অনন্তপুর জেলার পেনুকোন্দা স্টেশনের কাছাকাছি স্থানে হাবলি থেকে ব্যাঙ্গালুরুগামী হাম্পি এক্সপ্রেস এবং মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনটির দু’টি বগি লাইনচ্যুত হয়ে তাতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে এলেও বেশিরভাগ যাত্রী এখনো ভেতরে আটকা পরে আছে। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। উদ্ধার করা যাত্রীদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

রেলওয়ে পাবলিক রিলেশনস অফিসার অনীল সাক্সেনা জানিয়েছেন, ‘দুর্ঘটনাকবলিত বগিগুলোর ভেতরে আটকে থাকা লোকের সঠিক সংখ্যা আমরা এখনো জানি না। তবে তাদেরকে নিরাপদে উদ্ধার করার জন্য আমরা পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ’

রেলমন্ত্রী মুকুল রায় তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে রেলওয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘দুর্ঘটনার সঠিক কারণ এখনো চিহ্নিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, হাম্পি এক্সপ্রেসের চালক সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা ঘটেছে। ’

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মে ২২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।