ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিগ্যানের রক্ত নিলামে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৯, মে ২২, ২০১২
সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিগ্যানের রক্ত নিলামে!

ঢাকা: সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের রক্ত অনলাইনের মাধ্যমে নিলামে তুলেছে ব্রিটেনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান পিএফসি অকশন। নিলামকারীরা তাদের ওয়েবসাইটে রিগ্যানের বোতলজাত রক্তের ছবি প্রকাশ করেছে।

ছবিতে প্রদর্শিত বোতলের গায়ে রোনাল্ড রিগ্যানের নামাঙ্কিত লেবেলও লাগানো রয়েছে।

এদিকে নিলাম প্রসঙ্গে পিএফসি অকশনের ওয়েবসাইটে রক্তের বোতলের স্বত্বাধিকারীর একটি চিঠি প্রকাশিত হয়। চিঠিতে রক্তের স্বত্বাধিকারীরা জানা হয়, রিগ্যান ১৯৮১ সালে ঘাতকের গুলির শিকার হওয়ার পর জর্জ ওয়াশিংটন হাসপাতালে চিকিৎসা নেন। সে সময় তাদের প্রয়াত মা ঐ হাসপাতালে চাকরি করতেন। পরীক্ষার জন্য সংগৃহীত রিগ্যানের রক্তের কিছুটা নমুনা ওই মহিলা নিজের সংগ্রহে রেখে দেন। সে সময় থেকে আজ পর্যন্ত রক্তের এই নমুনা তাদের কাছে পারিবারিকভাবে সংরক্ষিত রয়েছে বলে চিঠিতে দাবি করে তারা। ।

এদিকে এই ঘটনাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রোনাল্ড রিগ্যান ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জন হিউবুশ বলেছেন, ‘ঘটনা যদি সত্য হয় হবে তবে ফাউন্ডেশন এমন একটি কাপুরুষোচিত কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ নেবে। ’ তাছাড়া এই কেনা-বেচা বন্ধ করতে সব ধরণের আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে ফাউন্ডেশন। ’

এর পাশাপাশি ফাউন্ডেশন হুঁশিয়ার করে দিয়ে বলেছে নিলামকারীদের দাবি যদি সত্যি হয়, তবে রক্তের নমুনা কি করে হাসপাতালের বাইরে গেল এ ব্যাপারে জর্জ ওয়াশিংটন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাওয়া হবে।

রোনাল্ড রিগ্যান দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে ৯৩ বছর বয়সে মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মে ২২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।