ঢাকা: লাখো বছর ধরে আর্কটিক অঞ্চলে জমে থাকা মিথেন গ্যাস বাতাসে অবমুক্ত হতে শুরু করেছে। ফলে পৃথিবীর বাতাসে বাড়ছে ক্ষতিকর কার্বনের উপস্থিতি।
আর্কটিক অঞ্চলভূক্ত আলাস্কা ও গ্রিনল্যান্ডের তুষারাবৃত হ্রদগুলোতে গবেষকরা মিথেন গ্যাস নিঃসরণের প্রায় দেড় লাখ স্থান চিহ্নিত করেছেন। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণে এই স্থানগুলোর উপরিভাগ থেকে বরফ গলে যাচ্ছে। ফলে স্থানগুলোতে সুদীর্ঘকাল ধরে আটকে থাকা মিথেন গ্যাস বরফ গলার কারণে পথ পেয়ে পৃথিবীর বায়ুম-লে মিশে যাওয়ার সুযোগ পাচ্ছে। ধারণা করা হয়, এসব মিথেন গ্যাসের বেশিরভাগেরই উৎস হিসেবে কাজ করছে হ্রদের তলদেশে জমে থাকা প্রাকৃতিক গ্যাস বা কয়লার মজুদ। তবে পচনশীল লতাপাতা থেকে প্রতিনিয়ত তৈরি হওয়া মিথেন গ্যাসও নিঃসৃত হচ্ছে এসব পথে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এ ধারা অব্যাহত থাকলে আগামী ১০০ বছরের মধ্যে পশ্চিম সাইবেরিয়ার প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এলাকার বেশিরভাগ বরফ গলে যাবে। ফলে সেখান থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস বেরিয়ে এসে পৃথিবীর বাতাসে মিশবে। এতে অবধারিভাবেই বেড়ে যাবে বায়ুমন্ডলের তাপমাত্রা।
উল্লেখ্য, বায়ুমন্ডলে তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী গ্যাসগুলোর মধ্যে কার্বন-ডাই-অক্সাইডের পরপরই মিথেন গ্যাসের অবস্থান।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ২২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর