ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অন্ধ্র প্রদেশে ট্রেন দুর্ঘটনা: নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, মে ২২, ২০১২
অন্ধ্র প্রদেশে ট্রেন দুর্ঘটনা: নিহত ২৫

ঢাকা: ভারতের অন্ধ্র প্রদেশে সোমবার ভোরে যাত্রীবাহী ও মালবাহী দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত ও অপর ৩০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



জানা গেছে, অন্ধ্র প্রদেশের অনন্তপুর জেলার পেনুকোন্দা স্টেশনের কাছাকাছি স্থানে হুবলি থেকে ব্যাঙ্গালুরুগামী হাম্পি এক্সপ্রেস এবং মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনটির দু’টি বগি লাইনচ্যুত হয়ে এতে আগুন ধরে যায়। খবর পেয়ে  উদ্ধারকরী দল এসে উদ্ধার তৎপরতা শুরু করে। অল্পসময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এলেও বগিদুটো দুমড়ে মুচড়ে যাওয়ায় অধিকাংশ যাত্রীকে বের করে নিয়ে আসতে বেগ পেতে হয় বলে জানায় সংবাদমাধ্যম। উদ্ধার করা যাত্রীদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারতীয় রেলওয়ে জনসংযোগ কর্মকর্তা অনিল সাক্সেনা জানিয়েছেন, ‘দুর্ঘটনাকবলিত বগিগুলোর ভেতরে আটকে থাকলেও তাদেরকে নিরাপদে উদ্ধার করার জন্য আমরা পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ’

রেলমন্ত্রী মুকুল রায় তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানা গেছে। নিহত প্রত্যেককের পরিবারকে ৫ লাখ রুপি এবং গুরুতর আহত প্রত্যেককে ১ লাখ রুপি এবং কম আহত প্রত্যেকেকে ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এর পাশাপাশি দুর্ঘটনায় আহতদের জন্য ভারতীয় রেলওয়েতে চাকরির ব্যবস্থা করারও ঘোষণা দিয়েছেন তিনি।

কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সদানন্দ গোরা ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। তিনি রাজ্যের তরফে নিহত প্রত্যেক ব্যক্তির জন্য ১ লাখ রুপি এবং আহত প্রত্যেকের জন্য ৫০ হাজার রুপি সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন।
এদিকে দুর্ঘটনার সঠিক কারণ এখনো চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছেন রেলওয়ের এক কর্মকর্তা। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, হাম্পি এক্সপ্রেসের চালক সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়:১৭১৩ ঘণ্টা, মে ২২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।