ঢাকা: ২০০৯ সালে রাশিয়ার একটি ‘হাইস্পিড’ ট্রেনে বোমা হামলা চালানোর সঙ্গে জড়িত থাকার দায়ে ১০ ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছে রাশিয়ার একটি আদালত। জুন ২০০৯ এ সংঘটিত ওই বোমা হামলায় ২৭ জন নিহত হয়।
মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী নেভেস্কি এক্সপ্রেসে সংঘটিত এই বোমা বিস্ফোরণে কমপক্ষে তিনটি বগি বিধ্বস্ত হয়েছিলো। বিস্ফোরণে সে সময় আরো প্রায় ১৩০ জন যাত্রী আহত হয়।
মস্কোর ৪০০ কিলোমিটার উত্তর পশ্চিমের বোলোগ শহরের কাছে বিস্ফোরণটি সংঘটিত হয়। বিস্ফোরণের পরপরই ককেসাসে তৎপর একটি মুসলিম বিদ্রোহী সংগঠন দাবি করে তারা এই হামলা চালিয়েছে। তারা আরো দাবি করে , এই হামলার নির্দেশ দিয়েছেন চেচেন বিদ্রোহী নেতা ডোকু উমারভ। রাশিয়ায় বেশ কয়েকটি হামলা চালানোর দায়ে অভিযুক্ত ডোকু উমারভ রাশিয়ার ‘মোস্ট ওয়ানটেড’ হিসেবে ঘোষিত ব্যক্তি।
জানুয়ারি ২০১১ তেও মস্কো বিমান বন্দরের কাছে তার নির্দেশে পরিচালিত হামলায় প্রায় ৩৬ জন নিহত হয় বলে দাবি করে আসছে রাশিয়ার কর্তৃপক্ষ।
সাজাপ্রাপ্ত দশজনের মধ্যে নয়জনই একই পরিবারের সদস্য। এদের মধ্যে চারজনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে।
যাবজ্জীবনপ্রাপ্ত চারজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। বাকিদের সাত থেকে আট বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ২০১০ সালে উত্তর ককেশাসের প্রজাতন্ত্র ইঙ্গুশটিয়া থেকে রাশিয়ার বিশেষবাহিনী এক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বলে জানায় কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ২২, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর