ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

করাচিতে প্রতিবাদ মিছিলে গুলি: নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, মে ২৩, ২০১২
করাচিতে প্রতিবাদ মিছিলে গুলি: নিহত ১০

ঢাকা : পাকিস্তানের করাচিতে রাজনৈতিক দলের মিছিলে অজ্ঞাতপরিচয় দুর্বত্তদের গুলিতে কমপক্ষে ১০ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জন সাংবাদিকও আছেন।



এ নিয়ে সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটল।

মঙ্গলবার হতাহতের ঘটনার পর বিক্ষোভকারীরা ২৪টিরও বেশি গাড়ি ও মোটরসাইকের জ্বালিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারিরা বেশ কয়েকটি দোকানেও আগুন ধরিয়ে দেয়।

শহরবাসী সংখ্যাগরিষ্ঠ উর্দুভাষীদের জন্য নতুন প্রদেশ গঠনের প্রস্তাবের বিরুদ্ধে পাকিস্তানের নৃগোষ্ঠীগুলি মঙ্গলবার করাচিতে প্রতিবাদ মিছিল বের করে। সিন্ধু প্রদেশের গ্রামাঞ্চলে বসবাসরত নৃগোষ্ঠীগুলি সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, সিন্ধু প্রদেশকে ভাগ করার চেষ্টা করলে সহিংসতা আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়বে।

ঘটনার জের ধরে বিক্ষোভকারীরা বুধবার হরতাল আহ্বান করায় আরও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, তালেবান হামলাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নৃগোষ্ঠীগুলির মাঝে সংঘটিত সহিংসতায় বছর জুড়েই উত্তপ্ত হয়ে আছে করাচি।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মে ২৩, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।