ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চলে গেলেন টিভি রিমোট কন্ট্রোলের উদ্ভাবক ইউজিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, মে ২৩, ২০১২
চলে গেলেন টিভি রিমোট কন্ট্রোলের উদ্ভাবক ইউজিন

ঢাকা : টেলিভিশন রিমোট কন্ট্রোলের উদ্ভাবক ইউজিন পলি মারা গেছেন। গত রোববার শিকাগো হাসপাতালে ৯৬ বছর বয়সী ইউজিনের স্বাভাবিক মৃত্যু হয়।



১৯৫৫ সালে ইউজিন সর্বপ্রথম টেলিভিশনের তারবিহীন দূর নিয়ন্ত্রক যন্ত্র উদ্ভাবন করেন। এর আগে উদ্ভাবিত রিমোটটি টিভির সঙ্গে তার দিয়ে সংযুক্ত করতে হতো।

ইউজিন তার যন্ত্রে ফ্ল্যাশ-ম্যাটিক প্রযুক্তি ব্যবহার করেন। এতে টিভির প্রতিটি কোণায় স্থাপিত আলোকসংবেদী সেলের ওপর আলোকরশ্মি ফেলে দূর থেকেই টিভি বন্ধ, চালু এবং চ্যানেল পরিবর্তন করা যেত।

তবে অন্য যেকোন আলোকরশ্মি আলোকসংবেদী সেলগুলোকে প্রভাবিত করতে পারত বলে ইউজিনের উদ্ভাবিত রিমোট কন্ট্রোল যন্ত্রটি ব্যবহারে অসুবিধা দেখা দিত। তারপরও যন্ত্রটি সেই সময় বিলাসিতায় এক নতুন মাত্রা যোগ করতে পেরেছিল।

বিগত শতাব্দীর এই যন্ত্রটিতেই পর্যায়ক্রমে সনিক-কন্ট্রোল প্রযুক্তি, ইনফ্রারেড রশ্মি এবং সর্বশেষ বেতার তরঙ্গ ব্যবহার করে একবিংশ শতাব্দীর উপযোগী একটি স্মার্ট প্রযুক্তিতে রূপান্তর করা হয়েছে।

ইউজিন নিজের উদ্ভাবিত রিমোট কন্ট্রোল নিয়ে খুব গর্বিত ছিলেন। যন্ত্রটি তিনি সবসময় নিজের সঙ্গে রাখতেন। এ কাজের জন্য ১৯৯৭ সালে অ্যামি অ্যাওয়ার্ডসহ বিশেষ সম্মাননা অের্জন করেন তিনি।

১৯১৫ সালে শিকাগোতে ইউজিনের জন্ম। ১৯৩৫ সালে তিনি প্রকৌশলী হিসেবে পেশাগত জীবন শুরু করেন।   প্রায় ৪৭ বছর জেনিথ কো্ম্পানিতে কর্মরত ছিলেন উদ্ভাবক ইউজিন পলি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ২৩, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।